শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান: সুপার ফোরে যেতে কার কী সমীকরণ?

0

জমে উঠেছে এশিয়া কাপের পয়েন্ট টেবিল। সুপার ফোরের চার দলের মাঝে তিন দলের অবস্থান নিশ্চিত। পরিস্থিতি অনুযায়ী, ‘বি’ গ্রুপ থেকে সুপার ফোর নিশ্চিত করেছে আসরের বড় দুই দল পাকিস্তান এবং ভারত। তবে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচের আগেও আছে লম্বা সমীকরণের মারপ্যাঁচ। 

‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ, আফগানিস্তান এবং টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। সবার আগে এই গ্রুপ থেকে সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে সেটা পয়েন্টের হিসেবে না, নেট রানরেটের হিসেবে। আর বাংলাদেশের সঙ্গী হতে হলে শ্রীলঙ্কা ও আফগানিস্তান দুই দলের জন্যই কাজটা কঠিন।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ প্রথম ব্যাটিং করলে তাদের কমপক্ষে ৬০-৭০ রানে জিততে হবে। আরও স্পষ্ট করলে, আফগানিস্তান প্রথমে ব্যাটিং করে ৩০০ রান করলে শ্রীলঙ্কাকে ২৩০ রানের মধ্যে থামাতে হবে। আর ২০০ করলে থামাতে হবে ১৩৬ রানের মধ্যে।

আর যদি পরে ব্যাটিং করতে হয়, সেক্ষেত্রেও আছে লক্ষ্যমাত্রা। শ্রীলঙ্কা প্রথম ব্যাটিং করে যত রানই করুক না কেন, লক্ষ্যটা ৩৫ ওভারের মধ্যে শেষ করতে পারলেই সুপার ফোর নিশ্চিত হবে আফগানিস্তানের। অবশ্য টার্গেট শ্রীলঙ্কা ৩০০ বা তার বেশি হলে ৩৮ ওভার পর্যন্ত সুযোগ পাবে আফগানিস্তান। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here