২২১ কর্মকর্তাকে যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি

0

প্রশাসনে নতুন করে আরও ২২১ কর্মকর্তাকে যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। এর মধ্যে বিদেশের বিভিন্ন দূতাবাসে কর্মরত পাঁচ কর্মকর্তাও আছেন। সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলাদা প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। 

পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। একই সাথে ইমেইল করে যোগদান করতে বলা হয়েছে। পদোন্নতিতে নিয়মিত ব্যাচ হিসেবে ২২তম বিসিএসের কর্মকর্তারা অগ্রাধিকার পেয়েছেন বেশি। দীর্ঘদিন ধরে যুগ্ম সচিব হওয়ার আশায় দিন গুনছিলেন কর্মকর্তারা। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে যুগ্ম সচিবের ৩৩২টি পদে কর্মরত আছেন ৭২৫ কর্মকর্তা। নতুন পদোন্নতিতে যুগ্ম সচিবের সংখ্যা সাড়ে ৯ শত প্রায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here