বুক চিতিয়ে লড়ে ভারতকে ২৩১ রানের টার্গেট দিল নেপাল

0

এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতকে ২৩১ রানের টার্গেট দিয়েছে নেপাল। দুই ওপেনারের দৃঢ়তায় শুরুটা ভালোই করেছিল নেপাল। ৫৯ বলে ৬৫ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েন কুশল ভুরতেল (২৫ বলে ৩৮) ও আসিফ শেখ (৯৭ বলে ৫৮)। কুশল আউট হলেও হাল ধরেছিলেন আসিফ। 

এরপর অবশ্য তিন মিডল অর্ডার সুবিধা করে উঠতে পারেননি। পরে অবশ্য লোয়ার মিডল অর্ডারে নেপালের হয়ে হাল ধরেন গুলশান ঝা (৩৫ বলে ২৩) ও দীপেন্দ্র সিং আইরে (২৫ বলে ২৯)।  আর শেষ দিকে সোমপাল কামি ৫৬ বলে ৪৮ রানের এক দুর্দান্ত কার্যকরী ইনিংস খেলে নেপালকে সম্মানজনক স্কোরের দিকে পৌঁছে দিয়েছেন। 

নেপালকে হারালেই এ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করবে ভারত। এই গ্রুপ থেকে আগেই সুপার ফোর নিশ্চিত করেছে পাকিস্তান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here