এবার অ্যান্টার্কটিকার প্রত্যন্ত এলাকা থেকে এক অসুস্থ গবেষককে উদ্ধার করেছে অস্ট্রেলিয়া।
এক জরুরি উদ্ধার অভিযানে ওই ব্যক্তির কাছে পৌঁছানো হয়। এই মিশনে প্রয়োজনীয় মেডিকেল দল, বরফ ভাঙা জাহাজ ও দুইপি হেলিকপ্টার অংশ নিয়েছিল।
তিন হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ওই গবেষণা স্টেশনে পৌঁছায় উদ্ধারকারীরা। ওই গবেষণা স্টেশনে ২০ জনের মতো মানুষ বাস করে। তাদের জন্য সেখানে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নেই। শীতের কারণে ওই ব্যক্তির অবস্থা খারাপ হয়ে পড়ে।
সূত্র: বিবিসি