এশিয়া কাপের নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে কোনো ফল আসেনি। বৃষ্টিতে ভেস্তে যাওয়া সেই ম্যাচে ভারতকে অন্তত আশাহতও হতে হয়নি। কারণ তাদের পরবর্তী প্রতিপক্ষ নেপাল। আজকে নেপালের বিপক্ষে খেলতে নেমে একটু দৃষ্টিকটু নজিরই গড়েছেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা।
সোমবার নেপালের বিরুদ্ধে এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে খেলতে নামে ভারত। সেই ম্যাচের পাঁচ ওভার গড়াতে না গড়াতেই তিন-তিনটি ক্যাচ ফেলল রোহিত-কোহলিরা। ফলে ভারতীয় ক্রিকেট সমর্থকদের অনেকেই চটে আছেন।
দ্বিতীয় ওভারের প্রথম বলেও একই দৃশ্য। এ বার ক্যাচ ফেলে দেন খোদ বিরাট কোহলি, যিনি দলের অন্যতম সেরা ফিল্ডার হিসাবে পরিচিত। মোহাম্মদ সিরাজের বলে কভারের দিকে শট খেলেছিলেন আসিফ শেখ। কোহলি ১০০ বারে ৯৯ বারই এই ক্যাচ নেবেন। কিন্তু সোমবার বল তার হাতে জমা হয়েও ফস্কে বেরিয়ে গেল।
তৃতীয় ক্যাচটি ফেললেন ঈশান কিষান। এ বারও শামির বলে। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে লেগসাইডের সামান্য বাইরে বল করেছিলেন শামি। ভুর্তেলের ব্যাটে লেগে বল গিয়েছিল উইকেটকিপারের দিকে। হালকা মনোভাব নিয়ে ক্যাচ ধরতে গিয়েছিলেন কিশন। বল তার বগলের তলা দিয়ে গলে চার হয়ে যায়।
প্রথম পাঁচ ওভারে ভারতের এ রকম হতাশাজনক ফিল্ডিং দেখে বিরক্ত ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। ধারাভাষ্য দিতে ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, ‘ভারতের ফিল্ডিং কোচ তিনি গোসল করতে গিয়েছেন?’