গাইবান্ধায় গ্রেফতার আতঙ্কে বিএনপির নেতাকর্মীরা, অফিসে ঝুলছে তালা

0

গাইবান্ধায় বিএনপির নেতাকর্মীদের মাঝে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে। গ্রেফতার এড়াতে বর্তমানে কার্যালয়ে আসছেন না বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এজন্য কর্মী-সমর্থক শূন্য হয়ে গেছে কার্যালয় চত্তর। জেলা বিএনপির অফিসে ঝুলছে তালা। কিছুটা কৌশল অবলম্বন করে আত্মগোপনে আছেন তারা।

গত শুক্রবার শৃঙ্খলা ভঙ্গ, সরকারি কাজে বাধা, পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ার দায়ে তিনজনকে গ্রেফতারসহ ৩৩৬ জনকে আসামি করে পুলিশ মামলা করায় বেকায়দায় পড়েছে বিএনপির নেতাকর্মীরা। এ মামলায় আরও চারজনকে গ্রেফতারসহ মোট ৭ জনকে গ্রেফতার করে পুলিশ। 

গত ১ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গাইবান্ধা জেলা বিএনপির আয়োজনে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা কার্যালয় থেকে বের হয়ে শহরে পৌর পার্ক মোড়ে এলে পুলিশ এতে বাধা দেয়। এসময় নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে উঠে। পরে নেতাকর্মীরা পুলিশকে উদ্দেশ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে। এ ঘটনায় বিএনপির ৭ নেতাকর্মী আহত হন। পরে জেলা বিএনপির উপদেষ্টা সাদুল্লা দুদু, সদস্য লিটন মিয়া ও অফিস সহকারী আলম মিয়াকে আটক করে পুলিশ। এর পর থেকেই বিএনপির নেতাকর্মীরা গ্রেফতার এড়াতে কার্যালয়ে আর আসছেন না। 

পরদিন পুলিশ বাদী হয়ে ৩৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫০ থেকে ৩০০ জনের বিরুদ্ধে মামলা করে। এরপর আরও চারজনসহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়। এতে আরও বেকায়দায় পড়েছেন নেতা ও কর্মী সমর্থকরা।

এবিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, ঘটনার দিন ৩ জন, পরে চারজনসহ এখন পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here