এবার বিশ্বকাপের দল ঘোষণা নিয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আইসিসির নিয়ম বলছে, আগামীকালের মধ্যে ৫ অক্টোবর শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করতে হবে। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সেই দলে পরিবর্তন আনার সুযোগ পাওয়া যাবে।
আজ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজের ধানমন্ডির কার্যালয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও নির্বাচক হাবিবুল বাশারের সাথে বৈঠক করেছেন। লাহোর থেকে সে সভায় যুক্ত হয়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসান ও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
বোর্ড প্রধান বলেছেন, ‘আমার মনে হয়, নিউজিল্যান্ড সিরিজে মোসাদ্দেক, রিয়াদদের খেলার সুযোগ থাকবে।’