প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন গ্যাবনের সেনা অভ্যুত্থানের নেতা ব্রাইস ওলিগুই এনগুইমা। তিনি দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।
জেনারেল এনগুইমা গত বুধবার অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রপতি আলী বঙ্গোকে ক্ষমতাচ্যুত করে তাকে গৃহবন্দী করেন।
এর আগে টানা ৪১ বছর গ্যাবনের মসনদে ছিলেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আলির পিতা ওমর। আলি পিতার মৃত্যুর পর ২০০৯ ক্ষমতায় বসেন।
প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়া এই জেনারেলও তার চাকরি জীবনের অধিকাংশই কাটিয়েছেন আলিদের বলয়ে। অনেকে তাকে আলিদের আত্মীয় বলেই মনে করতেন।