ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নান্নু আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মুজিবুল হক। গত ১৩ মার্চ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ফ্লোরিডা আওয়ামী লীগের নতুন এই কার্যকরী কমিটির অনুমোদন দিয়েছেন।
কমিটির অন্য পদগুলোর তালিকা চূড়ান্ত করা হবে ফ্লোরিডায় বসবাসরত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমানের সাথে পরামর্শক্রমে। ঢাকা সফররত ফ্লোরিডা আওয়ামী লীগের আইয়ুব খান, নাফিজ আহমেদ জুয়েলসহ কয়েকজন নেতা গণভবনে সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে মতবিনিময় করেছেন সামনের জাতীয় নির্বাচনে প্রবাসীদের করণীয় নিয়ে।
ঢাকা থেকে ফ্লোরিডায় ফিরে মঙ্গলবার রাতে এ বৈঠকের বিবরণ দেন এম ফজলুর রহমান। তিনি বলেন, সর্বশেষ ২০০৫ সালেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ফ্লোরিডা স্টেট কমিটির অনুমোদন দিয়েছিলেন। দীর্ঘদিন পর আবারো তারই সরাসরি নির্দেশে কমিটি পেল ফ্লোরিডাবাসী।
ফজলুর রহমান আরো জানান, কমিটি করার নামে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানের কর্মকান্ড সম্পর্ক জননেত্রীকে অবহিত করলে তিনি সরাসরি আমাকে জানিয়ে দিয়েছেন, ফ্লোরিডা স্টেট কমিটি করতে সিদ্দিকুর রহমানের প্রয়োজন নেই। আমি যেন সবকিছু করি।