বাংলাদেশে মৎস্য ও জলজ চাষের ক্রমাগত উন্নতির মাধ্যমে ক্ষুধা ও দারিদ্র্য কমাতে কাজ করছে ওয়ান ফিশ অ্যাপস অ্যাপ্লিকেশন। রবিবার (৩ সেপ্টেম্বর) সকালে শহরের এক অভিজাত হোটেলে ওয়ান ফিশ অ্যাপস অ্যাপ্লিকেশন এবং ব্যবসায়ীক সম্ভাবনার উপর প্রচার ও শিক্ষার কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালা সঞ্চালনা করেন মোস্তাক আহমেদ। এতে প্রধান অতিথি ছিলেন সায়েন্টিফিক অফিসার এবং পিডি, বিএফআরআই শানুর জাহাদুল হাসান (সানি)। কর্মশালায় মোবাইল অ্যাপস সম্পর্কে প্রাথমিক ধারণা অ্যাপসের প্রয়োজনীয়তা ও অ্যাপস উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় আরও বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ফিশ সিনিয়র মার্কেট সিস্টেম বিশেষজ্ঞ বিএ মুহাম্মদ আবুল হোসেন, আমেরিকা বাংলাদেশ ওয়াল্ডফিসের গবেষণা সহযোগী শরিফুল আলম, ওয়ার্ল্ড ফিস গবেষণা সহযোগী শেখ রাজিবুল ইসলাম।
এছাড়া ওয়ানফিশ অ্যাপসটি মাছ চাষী ও ব্যবসায়ীদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ফিশ এটি পরিচালনা করছে।