চকরিয়ায় টমটমকে বাস চাপা, আহত ৭

0

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া নলবিলা মাজার গেট এলাকায় বাস চাপায় নারী-পুরুষসহ টমটমের ৭ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর মোশাররফ হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। মোশাররফ বরইতলী ইউনিয়নের বানিয়ারছড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। 

রবিবার রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের চকরিয়ার নলবিলা মাজার গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই খোকন কান্তি রুদ্র বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বাস গাড়িটি পালিয়ে যায়। খোঁজ নিয়ে বাস গাড়িটি জব্দ করার চেষ্টা চলছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here