ফেনীতে অস্ত্রসহ একজন গ্রেফতার

0

ফেনী মডেল থানা পুলিশ দেশীয় আগ্নেয়াস্ত্রসহ জামাল হোসেন (৩৫) প্রকাশ বাইট্টা সবুজকে গ্রেফতার করেছে। রবিবার ফেনী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্য আইনে পলাতক থাকা ওই আসামিকে গ্রেফতার করে। সবুজ নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার মৃত নুরুজ্জামান চৌধুরীর ছেলে।

ফেনী মডেল থানার ওসি মো. শহীদুল ইসলাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের গুণবতী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে আসামিকে জিজ্ঞাসাবাদে দেয়া তথ্যের ভিত্তিতে ফেনী পৌরসভার উত্তর শিবপুর এলাকায় মুক্তিযোদ্ধা মহিউদ্দিন কলোনীর সামনে ঝোঁপের ভেতর লুকিয়ে রাখা সাদা রংয়ের শপিং ব্যাগের নীল রংয়ের পলিথিনের মধ্যে একটি পুরাতন লোহার তৈরি কাঠের বাটযুক্ত দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। ওই কলোনীতে দীর্ঘদিন ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে চুরি-ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here