প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণনাশের উদ্দেশ্যে তার গাড়িবহরে হামলাকারী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. আলাউদ্দিনকে (৪৩) গ্রেফতার করেছে র্যাব-৬।
শনিবার দিবাগত রাত ২টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা থানার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মো. আলাউদ্দিন সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কিসমত ইলিশপুর গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে।
গ্রেফতারকৃত আসামি আলাউদ্দিন ঐ হামলার পরিকল্পনাকারী এবং বিস্ফোরক বহনকারীদের মধ্যে অন্যতম।
এ মামলায় আসামি আলাউদ্দিনসহ ৪৮ জনকে যাবজ্জীবন সাজাসহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন আদালত। আসামি আলাউদ্দিনকে তিনটি পৃথক মামলায় বিভিন্ন মেয়াদে সর্বমোট ১৬ বছরের সাজা প্রদান করেন। আলাউদ্দিন আইন শৃংখলারক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন যাবত পালিয়ে বেড়াচ্ছিল। র্যাব তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করে শনিবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা দর্শনা থানার মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।