মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ দুপুরে প্রসিকিউটর ব্যারিস্টার তাপস কান্তি বল বিষয়টি নিশ্চিত করে বলেন, চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসাধীন। সুস্থ হলেই তাকে বাসায় নিয়ে আসা হবে।
এ বিষয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের (আইন ও বিচার বিভাগ) সিনিয়র সহকারী সচিব (প্রশাসন) তৈয়বুল হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গোলাম আরিফ টিপু ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন। তিনি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত চিফ প্রসিকিউটরের কার্যালয়ের সিনিয়র প্রসিকিউটর (অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা সম্পন্ন) সৈয়দা হায়দার আলীকে চিফ প্রসিকিউটর কার্যালয়ের (২০২২- ২০২৩) অর্থবছরের ক্লোজিং বিল- ভাউচারসমূহ চিফ প্রসিকিউটরের পক্ষে স্বাক্ষর করাসহ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হলো।