জাপানে আয়োজিত হলো বাংলাদেশ ফেস্টিভ্যাল

0

জাপানের কানাগাওয়া প্রিফেকচারে বসবাসরত বাংলাদেশিদের উদ্যোগে আয়োজন করা হয় বাংলাদেশ ফেস্টিভ্যাল-২০২৩

গত ২৭ আগস্ট সারা দিনব্যাপী সাগামিহারা শহরের তাকাতাবাশি নদীর তীরে পাহাড়ের পাদদেশে এউ ফেস্টিভ্যালের আয়োজন করা হয়।

এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফেস্টিভ্যাল উপলক্ষে ছিল নানা ধরনের কর্মসূচি। ফেস্টিভ্যালে অংশগ্রহণকারীদের বিনোদন দেওয়ার জন্য জাপানে বসবাসকারী বাংলাদেশিদের দ্বারা পরিচালিত সাংস্কৃতিক সংগঠন স্বরলিপি ও উত্তরণ-এর সদস্যরা নৃত্য ও সংগীত পরিবেশন করে। সঞ্চালনায় ছিলেন নিয়াজ আহমেদ জুয়েল।

ফেস্টিভ্যালে নানা ধরনের বাংলাদেশি খাবার, পোশাক এবং জাপান প্রবাসী লেখক পি আর প্ল্যাসিড-এর লেখা বই বিক্রি করা হয়। জয়নাল আবেদিন বাবু, ফরহাদ হোসেন টিটু, ইয়াজিমা দিলু, এমডি আফতাব উদ্দিন, কামরুল হাসান পল, সিরাজুল কাদেরসহ অনেকের আন্তরিকতায় সফল হয় জাপানের এই ফেস্টিভ্যাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here