মেহেরপুর গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে স্বর্ণ চোর চক্রের চার সদস্যকে আটক করেছে।
শনিবার দিবাগত রাতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে মুজিবনগর উপজেলা থেকে তাদের আটক করা হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গত ২৯ আগস্ট দিবাগত রাতে গাংনী উপজেলার বারন্দি গ্রামের মাসুদ রানা স্বর্ণের দোকান থেকে সোনা রুপার চুরি হয়। ৩০ আগস্ট গাংনী থানায় দোকানের স্বত্বাধিকারী মাসুদ রানা অভিযোগ দায়ের করে। তথ্য প্রযুক্তি সহায়তায় তাদের আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।