ইউরোপের নেদারল্যান্ডে প্রদর্শিত হতে যাচ্ছে বাংলাদেশের চার তরুণ নির্মাতার পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ৪ ও ৫ সেপ্টেম্বর এই বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে নেদারল্যান্ডে অবস্থিত বাংলাদেশের দূতাবাস। মূলত ইউরোপীয় সিনেমা প্রেমীদের বাংলাদেশের সিনেমা ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই বিশেষ আয়োজন।
‘বেস্ট অব বাংলাদেশ ইউরোপ’ নামের এই আয়োজনটির চলচ্চিত্র প্রদর্শনীর অংশটির সমন্বয় করছেন তরুণ চলচ্চিত্র নির্মাতা আরিফুর রহমান। তিনি জানান, বাংলাদেশ থেকে ২০টিরও বেশি চলচ্চিত্র আয়োজকদের কাছে পাঠানো হয়েছিল একটি বিশেষ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে, সেখান থেকে আয়োজকরা ৫টি ছবি নির্বাচন করেছেন চূড়ান্তভাবে।
নেদারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাহর উদ্যোগে বাংলাদেশের সাফল্য গাঁথা ও সম্ভাবনার কথা বিশ্বের কাছে তুলে ধরতে বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ প্রথমবারের মতো ইউরোপের ‘বেস্ট অব বাংলাদেশ’ শীর্ষক সম্মেলন ও প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে। এটা হবে ইউরোপের প্রথম ও একমাত্র ‘মেইড ইন বাংলাদেশ’ শো।
আমস্টারডামের গ্যাশউডার, ওয়েস্টারগাসে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের পোশাক, টেক্সটাইল, কৃষি, হস্তশিল্প, এফএমজিসি, ডিজিটাল শিল্প ও প্রকাশনা খাত থেকে শীর্ষস্থানীয় ৪০টিরও বেশি প্রতিষ্ঠান এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে।