দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনার সঙ্গে চুক্তিতে পৌঁছেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সম্প্রতি প্রতিষ্ঠানটি জানিয়েছে, আর্জেন্টাইন সরকারের সঙ্গে আরও ৫৩০ কোটি ডলার সহায়তা প্রদানের চুক্তি করা হয়েছে।
আগামী সপ্তাহে চুক্তির এ অর্থ আইএমএফের পরিচালনা পরিষদ অনুমোদন দিতে পারে। ২০২২ সালের মার্চে সহায়তা কর্মসূচিতে স্বাক্ষর করার পর আর্জেন্টিনায় আইএমএফের বরাদ্দকৃত তহবিলের মোট পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৮৮০ কোটি ডলার।
বিবৃতিতে আরও বলা হয়, আইএমএফের নির্বাহী বোর্ড চুক্তির অনুমোদন দেয়, যা আগামী সপ্তাহগুলোয় বিতরণ করা হবে বলে আশা করা হচ্ছে।
চতুর্থ পর্যালোচনায় অগ্রগতি মূল্যায়ন ও ‘ভবিষ্যতে দুর্বল নীতি সীমিত কর সামষ্টিক অর্থনৈতিক ভারসাম্যহীনতা টেকসইভাবে মোকাবেলা করার জন্য শক্তিশালী নীতি প্যাকেজের ওপর দৃষ্টি’ রেখে এ চুক্তি সম্পাদন হয়েছে।
আন্তর্জাতিক এ ঋণদাতা বলছে, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, তীব্র খরা ও নীতিগত বিপর্যয় মোকাবেলায় স্থিতিশীল অর্থনীতির জন্য দেশটির আরও শক্তিশালী নীতি ও কর্মসূচি প্রয়োজন। সূত্র: আইএমএফ, বুয়েন্স আয়ার্স টাইমস