জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি

0

টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি এখনো অব্যাহত থাকায় জামালপুরে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ইতিমধ্যে পানিবন্দি হয়ে পড়েছে ৫০ হাজার মানুষ। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ৬ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

যমুনা, ব্রহ্মপুত্র, ঝিনাই, জিঞ্জিরামসহ জেলার সকল নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ, সরিষাবাড়ি উপজেলার ২১টি ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এছাড়াও বিস্তীর্ণ ফসলের মাঠ, বসতবাড়ি, আঞ্চলিক সড়ক বন্যার পানিতে ডুবে গেছে। বন্ধ ঘোষণা করা হয়েছে ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠান। বন্যা দুর্গতদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০৪ মেট্রিক টন চাল, দুই হাজার প্যাকেট শুকনো খাবার, শিশু খাদ্য ও গো-খাদ্য ক্রয়ের জন্য ৭ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here