বাংলাদেশের প্রকৌশলী সুশান্ত দাস গুপ্ত যুক্তরাজ্যের রয়েল মেরিনে পরিবেশ-স্বাস্থ্য-অগ্নি নিরাপত্তা উপদেষ্টা হিসেবে যোগদান করলেন। যুক্তরাজ্যের মিনিস্ট্রি অব ডিফেন্সের এক নিয়োগপত্রে এ তথ্য জানা গেছে।
ইতিপূর্বে সুশান্ত ব্রিটিশ আর্মির একজন ক্যাডেট ইন্সট্রাকটর হিসেবে কর্মরত ছিলেন। নতুন নিয়োগের পর তিনি রয়েল মেরিনের ৩ কমান্ডো বিগ্রেডের ৩০ কমান্ডো গ্রুপের প্লিমাউথের ব্যারাকে কর্মরত থাকবেন।
পরে উচ্চ শিক্ষায় যুক্তরাজ্য যাওয়ার আগ পর্যন্ত সফলতার সাথে সহকারী প্রকৌশলী হিসেবে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিভাগে চাকরি করেন। যুক্তরাজ্যের ইস্ট লন্ডন ইউনিভার্সিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করার পর দীর্ঘদিন টেকশেড নামক একটি ইঞ্জিনিয়ার ফার্ম পরিচালনা করেন। পেশাগত জীবনে সুশান্ত আমেরিক্যান অ্যাসোসিয়েশন অব সিভিল ইঞ্জিনিয়ার, ইনস্টিটিউট অব সিভিল ইঞ্জিনিয়ার, চাটার্ড ইনস্টিটিউট অব বিল্ডিং, চাটার্ড ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল হেলথ এবং ইনস্টিটিউট অব অকুপেসনাল হেলথ’র সদস্য। ২০০৬ সাল থেকে যুক্তরাজ্যের লন্ডনে বসবাস করছেন তিনি।