বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় কুতুবদিয়ার নিখোঁজ হওয়া জেলেদের মধ্যে ট্রলারের মাঝি মো. আলমের (৫৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১২ টার দিকে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের পূর্ব পাশে সাগর চ্যানেলে তার মরদেহ পাওয়া যায়।
উদ্ধারকৃত জেলে কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের জহির আলী সিকদার পাড়া এলাকার মৃত মকবুল হোসেনের পুত্র। এর আগে শুক্রবার দিবাগত রাতে একই ট্রলারে মাল্লা মো. মঈনুদ্দিনের মরদেহ উদ্ধার হয় বলে নিশ্চিত করেন কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) কানন সরকার। তিনি বলেন, মো. আলমের মরদেহ ময়নাতদন্তের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।