বাগেরহাটের মোংলায় কলা, রুটি ও চা খাইয়ে চালককে অচেতন করে ইজিবাইক নিয়ে পালিয়েছেন অজ্ঞান পার্টির সদস্যরা। স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ইজিবাইক চালক ও মালিক কিবরিয়া। মঙ্গলবার (১৪ মার্চ) এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর পরিবার ও পুলিশ জানায়, বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের বড়কাটালী গ্রামের বাসিন্দা নুর ইসলাম গাজীর ছেলে কিবরিয়া গাজী পেশায় ইজিবাইক চালক। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কিবরিয়া ইজিবাইক নিয়ে মোংলার চাঁদপাই এলাকায় আসেন। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোগী নেওয়ার কথা বলে দুই ব্যক্তি তার ইজিবাইক ভাড়া করেন। তিনশ টাকায় ভাড়া করে ইজিবাইক নিয়ে দুপুর ১টার দিকে তারা মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এরপর রোগী নামতে একটু দেরি হবে বলে ওই দুই ব্যক্তি ইজিবাইক চালক কিবরিয়াকে হাসপাতালের সামনের একটি চায়ের দোকানে নিয়ে যান। সেখানে নিয়ে চালককে রুটি, কলা ও চা খাওয়ান তারা।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ইজিবাইক চালক সুস্থ হলে তার কাছে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া থানার এসআই মো. মিরাজুলকে হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করার পাশাপাশি তদন্ত চলছে বলেও জানান তিনি।