নেত্রকোনায় সাইবার অপরাধ দমনে সেমিনার

0

নেত্রকোনায় উগ্রবাদ প্রতিরোধ ও সাইবার অপরাধ দমনে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেমিনার উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। 

বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের উদ্যোগে জেলা পুলিশ বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সেমিনারের আয়োজন করে। এতে ডিএমপির সিসিটিসির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো ফয়েজ আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, শিক্ষাবিদ অধ্যাপক মতিন্দ্র সরকার। 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here