মাসসেরার দৌড়ে রোনালদো

0

সৌদি আরবের ফুটবলে নতুন মৌসুমটা খুব ভালোভাবে শুরু করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচ খেলে করে ফেলেছেন ১১ গোল। এর মধ্যেই একটি শিরোপাও জিতেছেন। আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের সেই শিরোপা জয়ের পথে আল নাসর ফাইনালে তার জোড়া গোলেই আল হিলালকে হারিয়েছে ২–১ ব্যবধানে। টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে সব মিলিয়ে ৬ গোল করে হয়েছেন সর্বোচ্চ গোলদাতা।

এমন ভালো খেলার পুরস্কারও পেতে পারেন রোনালদো। সৌদি আরবের ফুটবলে আগস্ট মাসের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় আছেন পর্তুগিজ তারকা। চারজনের সংক্ষিপ্ত তালিকায় অন্য তিনজনও সৌদি আরবের বাইরের খেলোয়াড়।

করোনাদো আগস্ট মাসে আল ইত্তিহাদের হয়ে ৪ ম্যাচ খেলে ৩টি গোল করার পাশাপাশি ২টি গোলে সহায়তা করেছেন। আল আহলির হয়ে ৪ ম্যাচ খেলে মাহরেজের গোল ও অ্যাসিস্ট ২টি করে। আল হিলালের হয়ে এ মাসে ম্যালকম গোল করেছেন ৪টি, অ্যাসিস্ট ১টি। সৌদি প্রো লিগ ও এএফসি চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্ব মিলিয়ে রোনালদো এ মাসে আল নাসরের হয়ে খেলেছেন ৪ ম্যাচ। একটি হ্যাটট্রিকসহ গোল করেছেন ৫টি, অ্যাসিস্ট ৩টি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here