বিজ্ঞান ও প্রযুক্তিশিগগিরই টুইটারেও আসছে অডিও-ভিডিও কলের সুবিধাBy Rahat Sagor - September 1, 20230FacebookTwitterPinterestWhatsAppLinkedinEmailPrintTelegramCopy URL এবার অডিও ও ভিডিও কলের সুবিধা চালু করার ঘোষণা দিয়েছেন টুইটার (এক্স) কর্তা ইলন মাস্ক। বৃহস্পতিবার তিনি এই ঘোষণা দেন। মাস্ক জানিয়েছেন, খুব শিগগিরই টুইটারে এই ফিচার দেখা যাবে। তবে এই কলিং ফিচার কবে নাগাদ আসবে সে বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি মাস্ক।