পিরোজপুরের কাউখালী উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামিদের হুমকিতে ওই ছাত্রীর বিদ্যালয়ে যাওয়া বন্ধ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার কাউখালী থানায় মামলা দায়েরের পর থেকে আসামিদের বিভিন্ন হুমকিতে বিদ্যালয়ে যেতে পারছে না সে। ধর্ষণের অভিযোগে গত শনিবার ওই ছাত্রীর নানী বাদী হয়ে কাউখালী থানায় স্থানীয় রিশাদ হোসেন নামের এক যুবককে আসামি করে মামলা করেন। রিশাদ হোসেন (২০) কাউখালী উপজেলার সদর ইউনিয়নের কচুয়াকাঠি গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী কিশোরীর মামা বলেন, ‘ধর্ষণের ঘটনাটি জানার পর আমরা রিশাদ হোসেনের বাবাকে জানাই। তিনি আমাদের মামলা না করার জন্য ভয়-ভীতি দেখান। এ ছাড়া রিশাদ হোসেনের চাচাতো ভাই মোবাইলে আমাকে হুমকি দেন। মামলা করার পর রিশাদ আমাকে ফোন করে দেখে নেওয়ার কথা বলেন। ভয়ে ও লোকলজ্জায় আমার ভাগনী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে।’
মেয়েটির নানী বলেন, রিশাদ আমার ছেলের বন্ধু। সে আমাদের বাড়িতে আসা–যাওয়া করত। ২৬ ফেব্রুয়ারি রাতে রিশাদ আমার ছেলের সঙ্গে আমাদের বাড়িতে ঘুমায়। ভোরে আমার ছেলে ও আমি কাজে চলে গেলে রিশাদ আমার নাতনিকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে এবং কাউকে না বলার জন্য ভয় দেখায়।