এবার সিয়েরা লিওনের নির্বাচন নিয়ে মার্কিন ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা

0

এবার পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনের জাতীয় নির্বাচন নিয়ে নতুন ভিসানীতি ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্র। চলতি বছরের ২৪ জুন দেশটির এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এই ভিসানীতি ঘোষণা করেন।

এই নীতির অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনী প্রক্রিয়ায় কারচুপিসহ সিয়েরা লিওনে গণতন্ত্রকে দুর্বল করার জন্য দায়ী বা জড়িত ব্যক্তিদের জন্য ভিসা বিধিনিষেধ অনুসরণ করবে। এক্ষেত্রে হুমকি বা শারীরিক সহিংসতার মাধ্যমে ভোটার, নির্বাচন পর্যবেক্ষক বা সুশীল সমাজের সংগঠনকে ভয় দেখানো সিয়েরা লিওন সম্পর্কিত মানবাধিকারের অপব্যবহার বা লঙ্ঘন বিবেচনায় নেওয়া হয়েছে।

এ ধরনের ব্যক্তিদের পরিবারের সদস্যরাও এই বিধিনিষেধের অধীন হতে পারে। যে ব্যক্তিরা সিয়েরা লিওনে গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করে ২০২৩ সালের নির্বাচনের নেতৃত্বে আসবে, তারা এই নীতির অধীনে মার্কিন ভিসার জন্য অযোগ্য বলে বিবেচিত হতে পারে।

সম্প্রতি একই ধরনের অভিযোগে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ার ওপরও ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সূত্র: ইউএস স্টেট ডিপার্টমেন্ট, রয়টার্স, দ্য সিয়েরা লিওন টেলিগ্রাফ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here