দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ভবনে আগুনে নিহত বেড়ে ৭৪ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ৪০ জন পুরুষ, ২৪ জন নারী এবং ১০ জনের লিঙ্গ চিহ্নিত করা সম্ভব হয়নি। এছাড়া এই নিহতের মধ্যে ১২ জন শিশু রয়েছে। বৃহস্পতিবার ভোরে ভবনটিতে আগুন লাগে। দ্রুত আগুন ভবনে ছড়িয়ে পড়ে। প্রাথমিক অবস্থায় ৫২ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্থানীয় কর্তৃপক্ষ।
বিবিসি স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানিয়েছে, যে ভবনটিতে আগুন লেগেছে সেটির বেশিরভাগ বাসিন্দাই ছিলেন অবৈধ অভিবাসী। ফলে আশঙ্কা করা হচ্ছে মৃতদের মধ্যে অনেক অভিবাসী রয়েছেন।
বিবিসির কাছে ফায়ার সার্ভিসের এক কর্মী জানিয়েছেন, ভবনটির ভেতর আটকে পড়েই বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে।