ব্রাহ্মণবাড়িয়ায় দুই ডাবের দোকানিকে জরিমানা

0

ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু পরিস্থিতে বেশি দামে ডাব বিক্রি করায় দুই ডাবের দোকানিকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের রেলগেট ও স্টেশন রোড এলাকায় এই অভিযান পরিচালন করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. মেহেদী হাসান। এ সময় ডাবের দোকানে ভাউচার সংরক্ষণ না করা ও অধিক দামে ডাব বিক্রির দায়ে দুই দোকানিকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান বলেন, ডেঙ্গু পরিস্থিতিতে একটি চক্র ডাব আকাশচুম্বী দামে বিক্রি করছে। এমন অভিযোগের ভিত্তিতে দুপুরে জেলা শহরের রেলগেট ও স্টেশন রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৯০ টাকায় ডাব কিনে ১৬০ টাকায় বিক্রির চেষ্টায় মো. শামীম নামে এক ডাব ব্যবসায়ীকে ৫ হাজার ও মায়ের দোয়া ডাবের আড়তকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদের সর্তকও করা হয়। তিনি আরো জানান, অতিরিক্ত দামে যে ডাব বিক্রি করবে তাদের বিরুদ্ধে ভোক্তা অধিকারের এই অভিযান অব্যাহত থাকবে। এ সময় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here