জনসাধারণের জন্য উন্মুক্ত হল চ্যাটজিপিটির চীনা প্রতিদ্বন্দ্বী ‌‌‘এর্নি বট’

0

এবার কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চ্যাটবট চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হিসেবে চীনা কোম্পানি বাইদু প্রকাশ্যে এনেছে তাদের চ্যাটবট ‘এর্নি বট’। বৃহস্পতিবার এটি সবার জন্য উন্মুক্ত করা হয়।

পশ্চিমা কৃত্রিম বুদ্ধিমত্তাকে টেক্কা দিতে আগেই নিজেদের চ্যাট বটের ঘোষণা দিয়েছিল চীনা কোম্পানিগুলো। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে নজরদারিও জোরদার করেছে চীন সরকার। 

বাইদু বলেছে, ৩১ আগস্ট থেকে জনসাধারণের জন্য এর্নি বট উন্মুক্ত করতে পেরে তারা আনন্দিত। 

যদিও স্বল্প পরিসরে এই চ্যাটবটটি চলতি বছরের মার্চ মাসেই উন্মোচন করেছিল বাইদু। তবে এবার সেই ব্যবহার সীমা তুলে নিয়ে সাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে।

 

সূত্র: এএফপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here