ওপেনার মোহাম্মদ নাঈম শেখও সুবিধা করতে পারেনি। ২৩ বলে ১৬ রান করে সাজঘরের পথ ধরেছেন তিনি।
ধনাঞ্জয়া ডি সিলভাকে ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়ে বড় শট খেলতে গিয়ে নিজেই কুপোকাত হয়েছে নাঈম। আউটসাইড-এজ হয়ে ক্যাচ যায় শর্ট থার্ডম্যানে। ফলে আট ওভারে বাংলাদেশ হারিয়েছে দ্বিতীয় উইকেট।
জাতীয় দলের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিলেন তামিম। তবে বড়দের বড় মঞ্চের চাপটা হয়তো তিনি ঠিকঠাক নিতে পারেননি। ফলে তাকে এলবিডব্লিউর ফাঁদে পড়তে হয়েছে।