এক ব্রাজিলের নারীকে হত্যার অপরাধে গ্রেফতার করেছে পুলিশ। ওই নারী তার মেয়েকে হত্যার পর তার দেহ টুকরো টুকরো করে ফ্রিজে রেখেছিলেন।
পুলিশ সাও পাওলোর বাসার ফ্রিজ থেকে ওই নারীর নয় বছর বয়সী মেয়ের মরদেহের অংশ উদ্ধার করেছে।
ওই নারী বর্তমানে আরেক পুরুষের সাথে সম্পর্কে আছেন। তবে ওই পুরুষকে এখনো সনাক্ত করা যায়নি। ওই নারী জানিয়েছেন, ডেটিং অ্যাপের মাধ্যমেই ওই পুরুষের সাথে তার পরিচয় হয়। প্রায় একই সময়ে তিনি মেয়েটিকে হত্যা করে।
প্রথমে ওই নারী জানিয়েছিলেন, মাদক নেওয়ার পর তিনি ও ওই পুরুষটি ঘুমিয়েছিলেন। ঘুম থেকে উঠে তিনি মেয়েটিকে মৃত দেখতে পান এবং তার মরদেহ টুকরো টুকরো করে ফ্রিজে রাখেন। পরে অবশ্য ছুুরিকাঘাতে মেয়েকে হত্যার কথা তিনি পুলিশের কাছে স্বীকার করেন তিনি।