কেমন পুরুষ পছন্দ জানালেন শাহরুখকন্যা

0

বিভিন্ন কারণে প্রায়ই খবরের শিরোনামে উঠে আসে শাহরুখ-কন্যা সুহানা খানের নাম। এই মুহূর্তে একটি নামজাদা প্রসাধনী সংস্থার মুখ তিনি। খুব শিগগিরই জোয়া আখতারের নতুন সিরিজ ‘দি আর্চিজ’-এর মাধ্যমেই অভিনেত্রী হিসেবে হাতেখড়ি হবে সুহানার। ছবির গল্প বিদেশের কমিক থেকে অনুপ্রাণিত হলেও আসলে আর্চি-ভেরোনিকা এবং বেটিকে এনে ফেলা হবে ষাটের দশকের ভারতীয় সংস্কৃতিতে। এই ছবিতে ভেরোনিকা লজের চরিত্রে দেখা যাবে সুহানাকে। আর্চির চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চনের পৌত্র অগস্ত্য নন্দাকে। বেটি কুপারের চরিত্রে খুশি কাপুর। আর্চি-বেটি-ভেরোনিকার ত্রিকোণ বন্ধুত্বের রসায়নই আর্চিস কমিকের মূল আকর্ষণ। পর্দার ভেরোনিকার রিভারডেল স্কুলে বেশ বিখ্যাত। একাধিক ছেলের প্রেম প্রস্তাব পায় সে। তবে বাস্তবের সুহানার মনের মানুষ কেমন হবে?

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুহানাকে প্রশ্ন করা হয়, ভেরোনিকা কী করবে যদি দেখে তার প্রেমিক কোনও মেয়েকে প্রেমের প্রস্তাব দিচ্ছে? বুদ্ধিদীপ্ত জবাব দেন সুহানা, “ভেরোনিকার কাছে ছেলেদের লম্বা তালিকা আছে, যারা ওর পিছনে হন্যে দিয়ে পড়ে থাকে। প্রেমিক এ রকম করলে ও নিজেও অন্য ছেলের সঙ্গে বন্ধুত্ব করে নেবে।”

তবে মায়ানগরীতে গুঞ্জন, অমিতাভ পৌত্র অগস্ত্যের সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সুহানা। ২০২২ সালের আগস্ট থেকেই নাকি তৈরি হয়েছে এই নতুন সম্পর্ক। তবে এখনই কিছু প্রকাশ্যে আনতে রাজি নন তারা। তাদের বন্ধুত্বে নাকি অগস্ত্যর মা শ্বেতাও বেশ খুশি। সূত্র: ইন্ডিয়া টুডে, টাইমস অব ইন্ডিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here