ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে সংঘর্ষে যুবক নিহত

0

অধিকৃত পশ্চিম তীরে একটি শরণার্থী শিবিরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) নিরাপত্তা পরিষেবার হাতে একজন ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার তুলকারেম শরণার্থী শিবিরের অভ্যন্তরে নিরাপত্তা পরিষেবা এবংতুলকারেম ব্রিগেডের অস্ত্রধারী সদস্যদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে রামজি আল-আরদাহ নামে এক যুবক গুলিবিদ্ধ হন। 

সূত্র আরও জানায়, আল-আর্দাহের বাবা ফাখরি আল-আরদাহ নিরাপত্তা বাহিনীর ছোড়া টিয়ার গ্যাসের ক্যানিস্টারে শ্বাসরোধে ভুগছিলেন। 

ঘটনার পর তুলকারেম ব্রিগেড এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ নামে পরিচিত) বাহিনী ক্যাম্পের বাসিন্দাদের লক্ষ্য করে সরাসরি গুলি চালিয়েছে। 

বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি দখলদারিত্বকে সাহায্যকারী এই কাজ নিয়ে আমরা চুপ থাকব না। যারা এই রক্তাক্ত লঙ্ঘন করেছে আমরা তাদেরকে বরদাস্ত করব না। সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here