প্রিগোজিনের বিমান দুর্ঘটনা আন্তর্জাতিক বিধি মেনে তদন্ত করবে না মস্কো

0

রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বিমানবিধ্বস্ত হয়ে নিহত হন। কিন্তু বিমান বিধ্বস্তের ঘটনায়‘এ মুহূর্তে’ আন্তর্জাতিক বিধি মোতাবেক তদন্ত করবে না মস্কো। 

ব্রাজিলের বিমান দুর্ঘটনাসংক্রান্ত তদন্ত কর্তৃপক্ষকে (সেনিপা) ক্রেমলিন এমনটা জানিয়েছে। বিধ্বস্ত হওয়া এমব্রায়ের উড়োজাহাজটি ব্রাজিলের তৈরি।

বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্ত শুরু করবে কি না, রাশিয়াকে তা জানাতে ই–মেইলে করেছিল সেনিপা। সংস্থাটির প্রধান এয়ার ব্রিগেডিয়ার মারসেলো মোরেনো রয়টার্সকে বলেন, ‘তারা বাধ্য নয়, তাদের কাছে শুধু সুপারিশ করা যাবে। তবে তারা যদি বলে যে তারা তদন্ত শুরু করবে এবং ব্রাজিলকে আমন্ত্রণ জানায়, তাহলে আমরা দূর থেকে অংশ নেব।’

মন্ট্রিয়লভিত্তিক জাতিসংঘের আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচলবিষয়ক সংস্থার (আইসিএও) বিধি অনুযায়ী, মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গগামী ফ্লাইটটি ছিল অভ্যন্তরীণ। সুতরাং ওই উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা নিয়ে আন্তর্জাতিক বিধির আওতায় তদন্ত করার সুযোগ নেই। আন্তর্জাতিক বিধিগুলো ‘অ্যানেক্স থারটিন’ নামে পরিচিত।

 মঙ্গলবার রয়টার্সকে পাঠানো এক ই–মেইলে সেনিপা বলেছে, এদিন তারা দুর্ঘটনা তদন্তবিষয়ক কমিশন ইন্টারস্টেট অ্যাভিয়েশন কমিটির কাছ থেকে জবাব পেয়েছে। সেখানে বলা হয়েছে, এ মুহূর্তে অ্যানেক্স থারটিন বিধির আওতায় তদন্ত শুরু করতে রুশ কর্তৃপক্ষ রাজি নয়।

সেনিপার প্রস্তাবে ‘হ্যাঁ’ বলতে রাশিয়া বাধ্য নয়। তবে সাবেক তদন্তকারীদের কয়েকজন মনে করেন, রাশিয়ার ‘হ্যাঁ’ বলা উচিত। কারণ, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের অনেক দেশই ওই উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় রাশিয়াকে সন্দেহ করছে।

ক্রেমলিন অবশ্য এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগ অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের বেসামরিক উড়োজাহাজের নিরাপত্তাবিষয়ক পরামর্শক এবং সাবেক তদন্তকারী জন কক্স মনে করেন, এ ঘটনায় ব্রাজিলকে বাদ দিয়ে রাশিয়ায় অভ্যন্তরীণ তদন্ত হলে তা নিয়ে প্রশ্ন থেকে যাবে। রাশিয়ার তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠবে। কারণ, ব্রাজিলেই উড়োজাহাজটি তৈরি হয়েছে। সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here