এশিয়া কাপের আলোচনায় কখনোই সেভাবে ছিলেন না এনামুল হক বিজয়। প্রাথমিক, জাতীয় দলের ক্যাম্পে, রিজার্ভ ক্রিকেটারদের তালিকাতেও রাখা হয়নি তাকে। অনেকটা আকস্মিকভাবেই এশিয়া কাপের স্কোয়াডে ডাক পেলেন বিজয়। গত বছরের ডিসেম্বরে ভারতের বিপক্ষে সবশেষ জাতীয় দলে ছিলেন তিনি।
বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, জ্বর থেকে সুস্থ হয়ে উঠতে না পারায় এশিয়া কাপে খেলা হচ্ছে না লিটনের। তার বদলি হিসেবে এনামুল হক বিজয়কে দলে ডাকা হয়েছে। আজ দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
তিনি বলেন, ‘আমার বেশি কিছু বলার নেই। শুধু এটুকুই বলব, প্রচুর ভালোবাসা ও দোয়া ছিল। যে কারণে আজকে হয়তো বাংলাদেশ দলে আবার সুযোগ পেয়েছি। আপনারা দোয়া রাখবেন। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব সেরাটা দেওয়ার। ’
বিজয়কে রাখা হয়েছিল বাংলা টাইগার্স ক্যাম্পে। জেমি সিডন্সের অধীনে সেখানে ভালো প্রস্তুতি নিয়েছেন বলে বিশ্বাস তার। তিনি বলেন, টাইগার্স ক্যাম্পে যেহেতু ছিলাম, (জেমি) সিডন্সের কোচিংয়ে ছিলাম। ভালো প্রস্তুতি হয়েছে। বাকিটা দেখি। সুযোগ যদি আসে, চেষ্টা করব। আপনারা দোয়া রাখবেন।