প্রতি বছরের ধারাবাহিকতায় বসন্তের আগমনে “ফাগুন হাওয়া” এবারও গত ১১ মার্চ ব্যাংকসটাউন লিবার্টি হিলস ক্রিস্টিয়ান সেন্টারে আয়োজন করে বর্ণিল বসন্তবরণ অনুষ্ঠান।
টিএম অ্যালায়েন্স মোটর গ্রুপের সার্বিক ব্যবস্থাপনায় “আহা আজি এই বসন্তে বসন্তের ছোয়া লেগেছে আমাদেরও প্রাণে” স্লোগান নিয়ে বাংলাদেশের ঐতিহ্যবাহী বসন্তবরণ ও সাংস্কৃতিক আয়োজনে কবিতা, গান ও নৃত্যের তালে তালে বসন্তকে অভিবাদন জানায় স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। বসন্ত উৎসবে আসা শিশু-কিশোর, নারী-পুরুষ, সবার পোশাকেও ছিল বাসন্তী সাজ। বসন্তের এই আয়োজনে ছিল তরু, লামিয়া ইসলাম অনন্যা ও ব্যান্ড দল কৃষ্টি’র লাইভ পারফরম্যান্স। গানে গানে বসন্তবরণের উৎসবে মেতে ছিল সিডনি প্রবাসীরা।
অনুষ্ঠানটির গোল্ড স্পন্সর আফরিনা চৌধুরী, সিলভার স্পন্সর ডিভাইন হোমস, পিআরডি ইংগেলবার্ন এবং সানিডে কেয়ার’স। স্পন্সর ইএসআই গ্লোবাল, এসবিএক্স মানি, ডাটা ফেয়ার হোস্টিং, নওয়াব রেস্টুরেন্ট, ছবি‘স কালেকশন, রাহিলস মেকআপ ওয়ার্ল্ড, সুলতানো ক্যাফে ল্যাকাম্বা, বসন্ত বিলাস ইউএসএ সহ বেশকিছু প্রতিষ্ঠান। উৎসবকে সফল করতে বিশেষভাবে সহযোগিতা করছেন আফরিন ফারুকী, আওলাদ হোসেন ও জাহিদ হোসেন।