‘অদৃশ্য’ ইউটিউবার এমপিকে বহিষ্কার করেছে জাপান

0

ইউটিউবে তিনি নানা সেলিব্রেটির গসিপ নিয়ে করেন আলোচনা। আর তাতেই মিলেছে ব্যাপক জনপ্রিয়তা। সেই জনপ্রিয়তার সূত্র ধরেই তিনি হয়ে যান জাপানের পার্লামেন্ট সদস্য।

তবে এমপি হলেও কোনোদিনও পার্লামেন্টে যাননি ইউটিউবার ইয়োশিকাজু হিগাশিতানি। আর সেকারণেই মঙ্গলবার সিনেট সহকর্মীরা এই ইউটিউবারকে বহিষ্কার করেছেন।

গত জুলাই মাসে জাপান পার্লামেন্টের উচ্চকক্ষের প্রতিনিধি হিসেবে ইয়োশিকাজুকে নির্বাচিত করে। তিনি সবার কাছে গাসি নামেই পরিচিত। 

১৯৫০ সালের পর থেকে এ পর্যন্ত জাপানে দুই বার সংসদ সদস্যকে বহিষ্কারের ঘটনা ঘটেছে। ‘অদেখা এমপি’র খেতাব পাওয়া ওই ইউটিউবার বর্তমানে সংযুক্ত আর আমিরাতে বাস করছেন বলে মনে করা হচ্ছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সেলিব্রেটি গসিপ নিয়ে পরিচালনা করা নানা অনুষ্ঠানের কারণে মানহানি ও প্রতারণা মামলায় গ্রেফতার হতে পারেন সেই শঙ্কা থেকে পার্লামেন্টে হাজির হতে অস্বীকৃতি জানান ইউটিউবার ইয়োশিকাজু।

সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here