রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের শেষকৃত্যে অংশ নিচ্ছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মঙ্গলবার এ তথ্য জানিয়েছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
তিনি আরও বলেন, ক্রেমলিনের কাছে বিষয়টি নিয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই। এটা নিতান্তই প্রিগোজিনের পরিবারের ব্যাপার।
প্রসঙ্গত, গত ২৩ আগস্ট মস্কোর উত্তরে টাভার অঞ্চলে বিমান দুর্ঘটনায় প্রিগোজিনের মৃত্যু হয়েছে বলে খবর প্রকাশিত হয়। প্রথমদিকে বিষয়টি নিশ্চিত না হলেও দুয়েকদিন আগে এক বিবৃতির মাধ্যমে রাশিয়া জানায়, বিমান বিধ্বস্তে ওয়াগনার প্রধান মারা গেছেন।
সূত্র : রয়টার্স