সাফ চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

0

সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ ২০২৩ সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

মঙ্গলবার এই টুর্নামেন্টের জন্য সাইফুর রহমান মণিকে কোচ করে ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে বাফুফে।

স্কোয়াডের বাকি ফুটবলাররা বাফুফে এলিট একাডেমির হলেও দুজন ফুটবলার সুযোগ পেয়েছে সদ্য সমাপ্ত ঢাকা মহানগরী তৃতীয় বিভাগ ফুটবল লিগ থেকে। লিগের নবাগত দল স্কাইলার্ক ফুটবল ক্লাবের ফরোয়ার্ড আবু সাঈদ ও ডিফেন্ডার ইসমাইল হোসেন প্রতিনিধিত্ব করবে বাংলাদেশের কিশোরদের। লিগে দূর্দান্ত পারফর্ম করা সাঈদ নিজ ক্লাবের পক্ষে ৭ গোল করেছেন। অন্যদিকে ডিফেন্স দূর্গ আগলে রেখেছিলেন ইসমাইল, তারও রয়েছে একটি গোল।

আগামী ১ সেপ্টেম্বর ভুটানে অনুষ্ঠিত হবে উদ্বোধনী ম্যাচ। উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে জুনিয়র টাইগাররা। এরপর ৩ সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে নেপালের বিপক্ষে লড়বে বাংলাদেশ। গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল খেলবে সেমিফাইনাল। আগামী ৭ সেপ্টেম্বর দুই সেমিফাইনাল ও ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

একনজরে বাংলাদেশ দল

গোলরক্ষক: মো. নাহিদুল ইসলাম, মো. আব্দুর রহমান ও আলিফ রহমান ইমতিয়াজ।

ডিফেন্ডার: আশিকুর রহমান, ইসমাইল হোসেন, আবু রায়হান শাওন, মো. দেলোয়ার, ইমাদুল হক, মো. ইমরান খান, সিয়াম অমিত, শেখ সংগ্রাম ও মিঠু চৌধুরী।

মিডফিল্ডার: কামাল মৃধা, আবদুল্লাহ জুনায়েদ চিশতি, আরমান মিয়া ও নাজমুল হুদা ফয়সাল (অধিনায়ক)।

ফরোয়ার্ড: মো. আবু সাঈদ, মোহাম্মদ রিপন, মুর্শেদ আলী, এম এইচ মহিবুল্লাহ, মো. মানিক, সালাহ উদ্দিন সাহেদ ও সুই মং সিং মারমা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here