কালিয়াকৈরে প্রতিবন্ধী স্কুল পরিদর্শন

0

গাজীপুরের কালিয়াকৈরে মাহমুদা আদর্শ প্রতিবন্ধী স্কুল পরিদর্শন করেন দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক সহায়তা দল। মঙ্গলবার ১১টায় উপজেলার দক্ষিণ কালামপুরে অবস্থিত মাহমুদা আদর্শ প্রতিবন্ধী স্কুলটি পরিদর্শনে আসেন দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক সহায়তা দল। ফুল দিয়ে বরণ করে নেয় সমাজের সুবিধাবঞ্চিত কোমলমতি বিশেষ চাহিদা সম্পন্ন  শিক্ষার্থীরা।

এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সহায়তা দলের প্রোগ্রাম অফিসার ইয়ংজিওন পার্ক ইফফি, জিয়ং হাই সেসিলিয়া লী, বাংলাদেশ অ্যাডভেন্টিস্ট সেমিনারি স্কুল এন্ড কলেজের প্রেসিডেন্ট প্রফেসর ইউন গাউন পার্ক, কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, কালিয়াকৈর উপজেলা সমাজসেবা অফিসার ও মাহমুদা আদর্শ প্রতিবন্ধী স্কুলের সভাপতি মিজানুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, কালিয়াকৈর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি ও জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ সংগঠক ডি. এম. এরশাদুল আলম, মাহমুদা আদর্শ প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক শামসুন্নাহার কবিরসহ স্কুলটিতে অধ্যায়নরত সকল ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। পরে আগত কোরিয়ান প্রতিনিধি দল শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের খোঁজখবর নেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here