জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা ও মিলাদ মাহফিল করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার শারিকতলা ডুমুরীতলা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শারিকতলা বাজারে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবকে সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম এ আউয়াল। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খান মো: আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. কানাই লাল বিশ্বাস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খালেক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফজ্জল হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার, পৌর আওয়ামী লীগের সভাপতি সাদউল্লাহ লিটন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করে শারিকতলা ডুমুরীতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শারিকতলা ডুমুরীতলা ইউনিয়নের চেয়ারম্যান আজমীর হোসেন মাঝি। এ সময় শারিকতলা ডুমুরীতলা ইউনিয়ন বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে জাতির পিতা ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।