মাদক সেবনের টাকা না পেয়ে ছেলের হাতে বাবা খুন

0

কক্সবাজারের টেকনাফে মো. পারভেজ (২২) নামে এক যুবক মাদক সেবনের টাকা না পেয়ে বসতবাড়িতে ঢুকে তার বাবাকে ছুরিকাঘাত করে খুন করেছে বলে অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তি হলেন টেকনাফ সদর ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড মৌলভীপাড়ার ঠান্ডা মিয়ার ছেলে বশির আহমদ (৫০)।

মঙ্গলবার সকালে টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মৌলভী পাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়টি জানিয়েছেন টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত ওসি) নাসির উদ্দীন মজুমদার জানান, টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মৌলভীপাড়া এলাকা থেকে বশির আহমদকে তার সন্তান মো. পারভেজ ছুরিকাঘাত করেন। ঘটনাটি জানার পর আমরা ঘটনাস্থলে গেলে মো. পারভেজ পালিয়ে যায়। তবে আমরা তাকে আটক করার অভিযান অব্যাহত রেখেছি। লাশটি উদ্ধারপূর্বক সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here