মেহেরপুরের গাংনী উপজেলার বালিয়াঘাট গ্রামে সড়ক দুর্ঘটনায় ইয়ানুর (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। ইয়ানুর একই গ্রামের ভ্যান চালক আব্দুল্লাহর ছেলে।
শিশুটির মা জানান, গতকাল সোমবার সন্ধ্যার দিকে বাড়ির সামনের মুদি দোকানে যাওয়ার সময় ইয়ানুর তার পিছু পিছু যায়। রাস্তা পার হওয়ার সময় শিশু ইয়ানুরকে একটি মটরসাইকেল এসে ধাক্কা দেয়। এতে ইয়ানুর রাস্তার উপর ছিটকে পড়ে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাকে চাপা দেয়। ইয়ানুরকে উদ্ধার করে বামন্দী আলশেফা ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ায়া হয়। আজ সকালে তার মেৃত্যু হয়। পরে আজ বেলা সাড়ে এগারোটার দিকে শিশু ইয়ানুরের মরদেহ নিজ গ্রামের বাড়িতে এসে পৌছালে পরিবার ও গ্রামে শোকের ছায়া নেমে আসে।