টি-টোয়েন্টি ফরম্যাটের শীর্ষে রয়েছেন। বোলারদের কচুকাটা করে ২০ ওভারের ফরম্যাটে রাজা তিনি। তবে ওয়ানডে ফরম্যাট এলেই একেবারে চুপসে যান ভারতীয় ব্যাটার সূর্যকুমার যাদব। গত কয়েকটি ওয়ানডে সিরিজে একেবারে ‘সুপার ফ্লপ’।
তারপরও তাকে নিয়ে একরকম বাজি ধরেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ও হেড কোচ রাহুল দ্রাবিড়। আগামী ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের অভিযান শুরু করছে ভারতীয় দল। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের পর, ঘরের মাঠে বিশ্বকাপ অভিযানে নামবে ভারত। এই তিন মেগা ইভেন্টে কি সূর্যকুমার নিজের নামের প্রতি সুবিচার করতে পারবেন? সেটাই এখন অনেকের প্রশ্ন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, যে ভূমিকাই আমাকে দেওয়া হোক না কেন, পালন করার চেষ্টা করব। যদি ভূমিকা বদলে যায় সেটাতেও রাজি। কিন্তু একদিনের ক্রিকেটে ভালো খেলতে আমি মরিয়া।
তারপরেই সূর্য বলেছেন, একদিনের ক্রিকেটে ভারসাম্য বজায় রাখাই আসল। আমি তার জন্যে অনেক অনুশীলন করছি। পাশাপাশি রাহুল (দ্রাবিড়), রোহিত ভাই এবং বিরাট ভাইয়ের পরামর্শ নিচ্ছি। আশা করি খুব তাড়াতাড়ি একদিনের ক্রিকেটে বড় রান পাব।
টি-টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর ব্যাটার তিনি। আইপিএলে ভালো খেলেন। কিন্তু নিজেকে সংক্ষিপ্ত ফরম্যাটে আটকে রাখতে চান না সূর্য। তিনি বলেছেন, সবাই বলে আমার জন্যে নাকি টি-টোয়েন্টি ক্রিকেটই ভালো। দুটোই সাদা বলের ক্রিকেট। আসলে ৫০ ওভারের ক্রিকেটে রান করার কায়দা এখনো রপ্ত করতে পারিনি। কিন্তু কঠোর অনুশীলন করে সেটা রপ্ত করার চেষ্টা করছি। আমার মতে, এটাই ক্রিকেটের সবচেয়ে কঠিন ফরম্যাট।
কেন এ কথা বলছেন, তার ব্যাখ্যাও দিয়েছেন সূর্য। তার মতে, এই ফরম্যাটের ক্রিকেটে বাকি দুটো ফরম্যাট মেশানো রয়েছে। প্রথমে শান্ত মাথায় ক্রিজে থিতু হতে পারে। পরে স্ট্রাইক বদল করতে হবে এবং শেষের দিকে গিয়ে টি-টোয়েন্টির মতো আক্রমণাত্মক খেলতে হবে।