আসন্ন এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন লঙ্কান পেসার দিলশান মাদুশানকা। দুশমান্থ চামিরার পর টুর্নামেন্ট থেকে এবার ছিটকে গেলেন তিনি। ফলে চোট জর্জরিত বোলিং বিভাগ নিয়েই এশিয়া কাপ শুরু করতে হচ্ছে লঙ্কানদের।
পেসার লাহিরু কুমারাকে নিয়েও আছে শঙ্কা। লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার খেলার বিষয়টি অনিশ্চিত। ঊরুর চোটে ভুগছেন তিনি।
আগামী বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে শ্রীলঙ্কার এশিয়া কাপ অভিযান। ‘বি’ গ্রুপে তাদের দ্বিতীয় ও শেষ ম্যাচ আফগানিস্তানের সঙ্গে, ৫ সেপ্টেম্বর।