মারধরের পর মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুতে মামলা, অভিযুক্ত শিক্ষক আটক

0

খাগড়াছড়ি সদরের ভুয়াছড়ি বাইতুল আমান ইসলামী মাদ্রাসার হেফজখানার ছাত্র আব্দুর রহমান আবির হত্যায় অভিযুক্ত শিক্ষক হাফেজ মো. আমিন ইসলামকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে চট্টগ্রামের চাঁদগাও থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় নির্যাতনকারী শিক্ষককে আটক করে খাগড়াছড়ি থানার একটি টিম।

খাগড়াছড়ি থানার ওসি আরিফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই এসআই মামুন ও এসআই ঝন্টুর নেতৃত্বে খাগড়াছড়ি থানার একটি টিম চট্টগ্রামের চাঁদগাও এলাকায় অভিযান চালিয়ে ঘাতক শিক্ষক মো. আমিনকে গ্রেফতার করে।

পরে সে অসুস্থ হয়ে পড়লে রাতে সাড়ে ১০টার দিকে তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ হাসপাতালে রেখেই পালিয়ে যান অভিযুক্ত হাফেজ মো. আমিন ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here