জি২০ সম্মেলন: মোদীকে ফোন দিয়ে কী বললেন পুতিন?

0

আগামী ৯-১০ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে জি২০ শীর্ষ সম্মেলন। এই সম্মেলনে যোগ দেবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন- সে কথা গত সপ্তাহেই জানিয়েছিল ক্রেমলিন। সোমবার বিকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোনে আনুষ্ঠানিকভাবে সে কথা জানালেন রুশ প্রেসিডেন্ট। 

ভারতের প্রধানমন্ত্রীর দফতর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোদীকে পুতিন জানিয়েছেন তার পরিবর্তে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

কেন পুতিন সেখানে যোগ দেবেন না, তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে গত শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, “সে সময় জরুরি সামরিক সক্রিয়তার কারণেই প্রেসিডেন্ট পুতিন শারীরিকভাবে জি২০ শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকতে পারবেন না।”

কূটনৈতিক মহলের একাংশের মতে, সশরীরে হাজির না হলেও ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জি২০ শীর্ষ সম্মেলনে বক্তৃতা করতে পারেন রুশ প্রেডিসেন্ট। 

প্রসঙ্গত, গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা) শীর্ষ সম্মেলনেও যোগ দেননি পুতিন। সূত্র: রয়টার্স, হিন্দুস্তান টাইমস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here