গাজীপুরের জয়দেবপুরের মির্জাপুর বাজার এলাকা থেকে মাদকদ্রব্য হিসেবে ঘোষিত টাপেন্টাডলসহ দুজনকে আটক করেছে র্যাব। আটকরা হলেন- মো. সোলাইমান (৪৫) ও শ্রী নিবাস চন্দ্র (২২)। অভিযানে তাদের কাছ থেকে দুই হাজার ৮৪৫ পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট, তিনটি মোবাইল ফোন ও তিনটি সিম কার্ড উদ্ধার করা হয়।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের জয়দেবপুর থানাধীন মির্জাপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।