চাঁদকে ‘হিন্দু রাষ্ট্র’ ঘোষণার দাবি (ভিডিও)

0

ভারতের পাঠানো মহাকাশযান চাঁদের মাটিতে সফলভাবে অবতরণের পর এবার সেই চাঁদকে ‘হিন্দু রাষ্ট্র’ ঘোষণার দাবি উঠল।

সর্বভারতীয় হিন্দু মহাসভার জাতীয় সভাপতি স্বামী চক্রপাণি মহারাজ এই দাবি তুললেন।

তিনি বলেছেন, “আমি চাই ভারতীয় পার্লামেন্ট একটি প্রস্তাবের মাধ্যমে চাঁদকে ‘হিন্দু রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করুক।”

বুধবার চাঁদের বুকে সফলভাবে অবতরণ করেছে ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩। এরই মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই অবতরণস্থলের নাম দিয়েছেন ‘শিব শক্তি’।

আর চাঁদকে ‘হিন্দু রাষ্ট্র’ ঘোষণার পর সেই ‘শিব শক্তি’ পয়েন্টকে ওই রাষ্ট্রের রাজধানী ঘোষণার আহ্বান জানিয়েছেন স্বামী চক্রপাণি।

তিনি বলেছেন, “চন্দ্রযান-৩ যেখানে অবতরণ করেছে সেই শিব শক্তি পয়েন্টকে রাজধানী হিসেবে গড়ে তুলতে হবে। কোনও সন্ত্রাসী জিহাদি মানসিকতা নিয়ে যাতে সেখানে পৌঁছতে না পারে এবং কোনও কট্টরপন্থা ও সন্ত্রাসবাদের বিকাশ হওয়ার আগেই চাঁদকে সনাতন হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়া উচিত।” সূত্র: এনডিটিভিইন্ডিয়া টুডে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here